ইংরেজি শেখা কিভাবে শুরু করব | ইংরেজি শেখার সহজ উপায়

ইংরেজি শেখা কিভাবে শুরু করব | ইংরেজি শেখার সহজ উপায়

ইংরেজি শেখা কিভাবে শুরু করব | ইংরেজি শেখার সহজ উপায়

আপনি যদি বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থী হয়ে থাকেন এবং ইংরেজি শিখে পরীক্ষায় ভালো নম্বর পেতে চান। তবে এই লেখাটি আপনার জন্য।

চিন্তা করে দেখুন বাংলায় আমরা আমাদের মনের ভাব কিভাবে প্রকাশ করি। নিশ্চয়ই এক্ষেত্রে বাক্যের আশ্রয় নিতে হয়। 

যেমনঃ রহিম ভালো ছেলে। সে নিয়মিত স্কুলে যায়। 

তাহলে ইংরেজির ক্ষেত্রে ভিন্ন হবে কেন? ইংরেজিতে ও মনের ভাব প্রকাশ করার জন্য বাক্য বা sentence এর আশ্রয় নিতে হয়। 

যেমনঃ Rahim is a good boy. He goes to school regularly. 

আর এজন্যই ইংরেজিতে মনের ভাব প্রকাশ করতে  চাইলে  আমাদেরকে sentence গঠনে দক্ষ হতে হবে। 

এজন্য প্রতি দিন ইংরেজিতে কিছু না কিছু লিখতে হবে। হয়তো প্রথম প্রথম ভুল একটু বেশি হবে কিন্তু ধিরে ধিরে ভুলের পরিমাণ কমতে থাকবে।

ইংরেজি শেখা কিভাবে শুরু করব

আমাদেরকে যেহেতু sentence গঠনে দক্ষ হতে হবে এবং প্রতি দিন কিছু না কিছু লিখতে হবে। সেজন্য আমাদের সবার প্রথম জানতে হবে sentence কী দিয়ে তৈরি। sentence তৈরি হয় word এর সুশৃঙ্খল বিন্যাস দিয়ে তাই ইংরেজি শেখার প্রথম ধাপ হল word জানা। ইংরেজিতে কিছু লিখতে, বলতে অথবা পড়ার জন্য প্রচুর word জানতে হবে। 

এজন্য First paper ভালো ভাবে পড়তে হবে। প্রতিটি নতুন word এর অর্থ জেনে খাতায় লিখে রাখতে হবে। এবং সেই সকল word ব্যাবহার করে sentence গঠনের চেষ্টা করতে হবে। 

আবার, sentence এ ব্যবহৃত প্রতিটি word কে parts of speech বলে বিধায় সবার প্রথম আমােদর parts of speech ভালো ভাবে আয়ত্ত করতে হবে। 


Parts of speech কাকে বলে? 


part শব্দের অর্থ অংশ এবং speech শব্দের অর্থ বাক্য। parts of speech শব্দের অর্থ বাক্যের অংশ। 

তাহলে, বাক্যের অন্তর গত প্রত্যেকটি অর্থ বোধক শব্দ কে parts of speech বলে। 


parts of speech কত প্রকার ও কী কী?


parts of speech আট প্রকার


1. Noun

2. Pronoun

3. Adjective 

4. Verb

5. Adverb

6. Preposition 

7. Conjunction

8. Interjection


এই আটটি প্রকার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। sentence এর কোন জায়গায় কোনটা বসে সে সম্পর্কে জানতে হবে। 

যেমনঃ Noun বা Pronoun বসে Subject / Object এর যায়গায়। এছাড়া অন্য কোন পরিচয়ে sentence এর মধ্যে noun/pronoun বসলে ঐ noun/pronoun এর পূর্বে preposition বসে।

যেমনঃ I am eating rice. 

I হল pronoun এবং rice হল noun। বসেছে subject ও object এর স্থানে। এজন্য rice এর পূর্বে কোন preposition বসেনি।

I go to school. 

এখানে " school " object নয়। তাই school এর পূর্বে preposition " to " বসেছে। 

Adjective বসে noun/pronoun এর পূর্বে।

He is a good boy.

এখানে good " adjective " boy noun এর পূর্বে বসেছে। 

সুতরাং word জানার সাথে সাথে সেই word এর noun রূপ কোথায় বসে, verb রূপ কোথায় বসে সেটাও জানতে হবে। 


সহজে ইংরেজি শেখার বই pdf


আজকে ইন্টারনেটে পাওয়া যায় না এমন কী আছে? আপনার যা কিছু প্রশ্ন শুধু Google কে করে দেখুন হাজারও উত্তর দাঁড় করাবে আপনার সামনে। সহজে ইংরেজি শেখার বই pdf লিখে search করলে অসংখ্য বই পাবেন। যা download করে পড়ে দেখতে পারেন। 


পরিশেষে আমরা একথা বলতে পারি যে, ইংরেজি শিখতে হলে সবার প্রথম parts of speech দিয়ে শুরু করতে হবে। এরপর sentence গঠনের বিভিন্ন কৌশল আয়ত্ত করতে হবে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইংরেজি গ্রামার শেখার ১০টি সহজ উপায় | কিভাবে ইংরেজি শিখবো?