ইংরেজি গ্রামার শেখার ১০টি সহজ উপায় | কিভাবে ইংরেজি শিখবো?
ইংরেজি গ্রামার শেখার ১০টি সহজ উপায় | কিভাবে ইংরেজি শিখবো?
বর্তমানে ভালো কোনো চাকরি পেতে চাইলে ইংরেজিতে দক্ষ হতে হয়। কম্পিউটার বা মোবাইল
চালাতে চাইলেও ইংরেজি জানতে হয়। ইংরেজি ছাড়া ইন্টারনেট থেকে সঠিক তথ্য খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার।
শিক্ষার্থী কিংবা চাকরিজীবি যেই হোক না কেন, কিভাবে ইংরেজি শিখবো সবারই এটি নিয়ে দুশ্চিন্তা থাকে। শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো নম্বর তোলার জন্য ইংরেজি প্রয়োজন, অপরদিকে চাকরিজীবিদের কাজে প্রমোশনের জন্য ইংরেজিতে দক্ষতা দরকার। মোট কথা, এই আধুনিক যুগের সাথে তাল মেলাতে সবারই ইংরেজি জানা বাধ্যতামূলক।
যেই ইংরেজি শিখলে এত সুবিধা পাওয়া যায়, সেই ইংরেজি দেখলেই আমরা ভূত দেখার মত ভয় পাই। ১০-১২ বছর পাঠ্যবই পড়ার পরও ইংরেজি শিখতে পারি না। ইংরেজি কি আসলেই এত কঠিন?
একদমই না। বাংলার মত ইংরেজিও একটি ভাষা। কিছু অনুশীলন করার মাধ্যমে আমরা এ ভাষাটি আয়ত্বে আনতে পারি। যেহেতু ইংরেজি আন্তর্জাতিক ভাষা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা রয়েছে, তাই যেভাবেই হোক এ ভাষাটিতে দক্ষতার্জন করতে হবে।।
কিভাবে ইংরেজি শিখবো?
আজকের এই আর্টিকেলে আমরা কিভাবে ইংরেজি শিখবো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি ইংরেজি শেখার ১০ টি সহজ ও তথ্যবহুল কৌশল তুলে ধরবো। তাহল চলুন, শুরু করা যাক।
১. ইংরেজি শেখার প্রথম ধাপ
ইংরেজিতে কথা বলতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় গ্রামার নিয়ে। দেখা যায়, গ্রামার নিয়ে এমনিতে কোন সমস্যা নেই। নির্ভুল গ্রামারে লিখে যেতে পারছি। কিন্তু বলতে গেলেই গ্রামারে টুকটাক ভুল হয়েই যাচ্ছে। এবং তখনই আমরা থেমে যাচ্ছি।
এ কারণেই, প্র্যাকটিসের সময় গ্রামার নিয়ে বেশি মাথা ঘামানো যাবে না। ভুল হচ্ছে? হোক! কথা বলা থামানো যাবে না। গ্রামারের ভুলগুলো যতদিন যাবে কমে আসবে। কিন্তু, গ্রামারের কথা ভেবে যদি বলা থামিয়ে দেই, তবে ফ্লুয়েন্সি কখনোই আসবে না।
২। প্রচুর ইংরেজি শোনা
আমি যত না ইংরেজি বই পড়ে শিখেছি, তার চেয়ে অনেক অনেক বেশি শিখেছি ইংরেজি মুভি আর সিরিজ দেখে। টিভি সিরিজ এবং মুভি শুধু আমার ইংরেজি শব্দভাণ্ডারই বাড়ায় নি, বরং ইংরেজিতে কথা বলাও সহজ করেছে। এবং এই সিরিজ বা মুভি দেখতে গিয়েই আমি বুঝলাম ইংরেজির কিছু আলাদা শব্দ থাকে। সেগুলোর বাংলা অর্থ করলে দেখা যাবে কিছুই বুঝা যাবে না। সেগুলো যত না শব্দ বা বাক্য, তার চেয়ে বেশি এক্সপ্রেশন। এবং ইংরেজিতে কথা বলার সময় এই এক্সপ্রেশনগুলোর ব্যবহার আমাদের কথাকে আরো শ্রুতিমধুর করে তোলে। তাই, প্রচুর ইংরেজি সিরিজ আর মুভি দেখতে হবে।
৩.চিন্তাটা ইংরেজিতে করতে হবে
আমরা ইংরেজিতে যখন কথা বলি, তখন আগে কী বলব তা বাংলায় ভেবে নেই। তারপর সেটা মনে মনেই ইংরেজিতে অনুবাদ করি এবং তারপর ইংরেজিতে বলি। এর ফলে বারবার বাংলা এবং ইংরেজিতে আমাদের আসা-যাওয়া চলতে থাকে। যে কারণে, কথায় ফ্লুয়েন্সি থাকে না।
তাই, আমাদের চিন্তাটাও ইংরেজিতেই করতে হবে। শুধুমাত্র কথা বলার সময় না। যেকোন সময়ই। যখনই আমরা নিজের মনে কিছু চিন্তা করবো, চেষ্টা করতে হবে সেই চিন্তাও যাতে ইংরেজিতে হয়।
৪. ইংরেজি শেখার সেরা অ্যাপ
মোবাইল অ্যাপের মাধমে ইংরেজি অনুশীলনের থেকে ভালো আর কি হতে পারে? কেননা আপনি যখন খুশি, যেখানে খুশি, চলতে-ফিরতে আপনার ইংরেজি পাঠগুলো অনুশীলন করে নিতে পারেন।
সত্যিকার অর্থেই তাই। Google Play Store এ এমন অনেক English Learning Android App আছে, যা দিয়ে আপনি সহজে এবং বিনামূল্যে ইংরেজি শিখতে পারবেন। এ অ্যাপগুলো বেসিক থেকে এডভান্সড সবার জন্য বেশ সুবিধাজনক। Google translate এমন একটি অ্যাপ।
উপরে উল্লেখিত অ্যাপটি একদম ফ্রি এবং সারাবিশ্বের লাখ লাখ ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। এর মধ্য কিছু অ্যাপ রয়েছে, যাতে আপনি টেস্ট দিতে পারবেন। আবার কিছু অ্যাপে বিশাল কমিউনিটির সাথে ইংরেজি কথা বলে প্রাকটিসও করতে পারবেন।
৫. ইংরেজি শেখার সহজ উপায় ভিডিও
YouTube এ search করলে অসংখ্য Channel পাবেন যেখান থেকে ও আপনি ইংরেজি শিখতে পারেন। এসব channel গুলো নিয়মিত video upload করে নিজেদের স্বার্থে। আপনার প্রয়োজন মতো video গুলো দেখতে পারেন। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিত্য নতুন এবং সহজ কৌশল নিয়ে হাজির হয় দর্শকের সামনে। তাই ভালো কোনো YouTube Channel হতে পারে আপনার ইংরেজি শেখার মাধ্যম।
৬. গ্রামার শিখুন ব্যবহার করে
মনে করুন একজন লেখাপড়া না জানা ব্যক্তিকে যদি লন্ডন পাঠানো হয় তাহলে কি সে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ইংরেজীতে মোটামুটি ফ্লুয়েন্ট হয়ে যায় না? এটা কি সে কি গ্রামার শিখে করে? নাকি জাস্ট কথা বলতে থাকে এবং অন্যদের সাথে ইংলিশে কমিউনিকেট করতে থাকে? অবশ্যই গ্রামারের থেকে কমিউনিকেটিং স্কিল এক্ষেত্রে বেশি গুরুত্ব রাখে।
সুতরাং আপনি যদি প্রথমেই গ্রামারের দিকে ফোকাস করতে যান তাহলে আপনার ইংরেজি শেখার গতি অনেক স্লো হয়ে যাবে এবং সহজেই হতাশ হয়ে পড়বেন। মজার ব্যাপার হচ্ছে ন্যাটিভ ইংলিশ স্পিকারদের ৮০% ই গ্রামার ভালো জানেন না। তাই ইংলিশ শিখতে গেলে শুরুতেই গ্রামারের দিকে ফোকাস করা বাদ দিতে হবে। হাঁ তবে একটু এফিসিয়েন্সী আসার পর তখন গ্রামার নিয়ে আগানো যেতেই পারে।
৭. ইংরেজি পত্রিকা পড়ুন
প্রত্রিকা যেকোন ভাষার অফুরন্ত এক তথ্য ভাণ্ডার। আপনি যখন কোন একটি ভাষার পত্রিকা পড়েন, তখন ওই ভাষার অনেক কিছুই আপনার জানা হয়ে যায়। ইংরেজির ক্ষেত্রেও ঠিক তাই। সুতরাং প্রতিদিন একটি করে ইংরেজি সংবাদপত্র পড়ার চেষ্টা করুন।
বাংলাদেশের প্রসিদ্ধ কিছু ইংরেজি সংবাদপত্র হচ্ছে The Daily Star, The Asian Age, The Bangladesh Observer ইত্যাদি। যেকোন একটি পত্রি সংগ্রহ করুন এবং অর্থ বুঝে বুঝে সম্পূর্ণ পত্রিকাটি পাঠা করুন। এতে করে আপনার ইংরেজি ঝালাই করা হবে, পাশাপাশি দেশ-বিদেশের সংবাদও জানা হবে।
৮. প্রচুর Vocabulary শিখুন
আপনি যখন কোন একটি ভাষা শিখতে যাবেন, সেই ভাষার শব্দ ভাণ্ডার আগে আপনাকে আয়ত্বে আনতে হবে। এমনকি মাতৃভাষা বাংলাও শব্দের ব্যবহার ছাড়া অসাড়। তাই ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য প্রচুর Vocabulary মুখস্থ রাখুন।
Vocabulary আপনার ভেতরে শব্দের এক শক্তিশালি বেজ তৈরি করবে। ফলে ইংরেজি বলার সময় কোন শব্দগুলো কোথায় ব্যবহার করতে হবে, তা সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন। ইংরেজি গুরুত্বপূর্ণ শব্দ শেখার অতি প্রয়োজনীয় একটি বই হচ্ছে জনপ্রিয় লেখিকা মুনজেরিন শহিদের লেখা সবার জন্য ভোকাবুলারি।
দারুণ এ বইটি আপনাকে শেখাবে কিভাবে খুব সহজে ইংরেজি শিতে হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে ব্যবহৃত অতি গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখতে পারবেন এই বইটি থেকে।
৯. ইংরেজি মুভি বা সংবাদ দেখুন
ইংরেজিতে কথা বলার একটি স্মার্ট পদ্ধতি হচ্ছে ইংলিশ বাচনভঙ্গি অনুসরণ করা। ইংরেজি যাদের মাতৃভাষা, তাদের মত করে স্মার্টলি ইংরেজি বলতে চাইলে তাদের বাচনভঙ্গি আয়ত্বে আনতে হবে। যেমন আমরা বলি Education (এডুকেশন)। কিন্তু একজন আমেরিকান এই একি শব্দকে বলবে এজুকেশন। এখানেই পার্থক্য।
যেহেতু সরাসরি আপনার কোন ন্যাটিভ ইংলিশ স্পিকারের সাথে কথা বলার বা শোনার সুযোগ নেই, তাই ইংরেজি সিনেমা বা টেলিভিশন সংবাদ হতে পারে অন্যতম সুযোগ। সিনেমা দেখে আপনি ইংরেজি অ্যাকসেন্ট রপ্ত করতে পারেন। টিভি নিউজও এক্ষেত্রে বেশ কার্যকরি হবে।
এর ফলে বিদেশিরা ইংরেজি শব্দগুলো কীভাবে উচ্চারণ করে, আপনি তা অবগত হবেন। একই সাথে বিভিন্ন শব্দ উচ্চারণের সময় মুখের ভঙ্গিমা (Expression) সম্পর্কে জানতে পারবেন। যা আপনাকে ইংরেজি শেখার এডভান্স লেভেলে নিয়ে যাবে।
তবে শুরুতেই আমেরিকান মুভিগুলো না দেখাই ভালো। কারণ, শুরুতেই এসব এডভান্স মুভির ডায়লগ আপনার জন্য সহজ মনে হবে না। তাই শুরু করুন উপমহাদেশীয় ইংরেজি শর্টফিল্মগুলো দিয়ে। যেমন ভারতীয় অনেক শর্টফিল্ম রয়েছে, যা ইংরেজিতে তৈরি। এ ফিল্মগুলোর ডায়লগ নতুনদের জন্য অনেক সহজবোধ্য হয়ে থাকে।
১০. ইংরেজি শেখার কোর্স
এছাড়াও আপনি চাইলে ইংরেজি শেখার কোর্স করতে পারেন। বর্তমানে এ রকম অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা সল্প সময়ের কোর্স করিয়ে থাকেন। এ কোর্স গুলো সরাসরি উপস্থিত না থেকেও online এ করা সম্ভব। তবে এ ক্ষেত্রে খোঁজ খবর নিয়ে ভর্তি হতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন