Parts of Speech কাকে বলে | কত প্রকার ও কী কী?
Parts of Speech কাকে বলে | কত প্রকার ও কী কী? Parts of speech গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রশ্ন হতে পারে, "কেন এত গুরুত্বপূর্ণ ?" কারণ Parts of speech গ্রামার শেখার প্রথম ধাপ । Parts of speech শিখতে পারলে ইংরেজি গ্রামারের প্রায় ৫০% শেখা হয়ে যায়। তাই Parts of speech সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আর Parts of speech বুঝতে পারার অর্থ word এর nature বা প্রকৃতি সম্পর্কে জ্ঞান। Parts of Speech কাকে বলে? Part- অর্থ ‘অংশ’ আর Speech- এর অর্থ হলো’ বাক্য’। সুতরাং বলা যায়, Parts of Speech- এর অর্থ ’পদ’ বা ’বাক্যাংশ’। অতএব, Sentence- এ ব্যবহৃত প্রত্যেকটি Word কে এক একটি Part of Speech বলে । 'water' শুধু মাএ একটি word কোন parts of speech নয়। কারণ water কোন sentence এ ব্যবহার করা হয়নি। কিন্তু ' I water the Plant. ' বাক্যে 'water' parts of speech এবং verb। আবার একই word ভিন্ন ভিন্ন 'sentence' এ ব্যবহারের কারণে ভিন্ন ভিন্ন parts of speech এর মতো আচরণ করতে পারে। যেমনঃ I water the Plant. I sweem in the water. It is a water pot. Parts of speech ক...