Parts of Speech কাকে বলে | কত প্রকার ও কী কী?

Parts of Speech কাকে বলে | কত প্রকার ও কী কী? 


Parts of speech কাকে বলে কত প্রকার ও কী কী


Parts of speech গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রশ্ন হতে পারে, "কেন এত গুরুত্বপূর্ণ ?" কারণ Parts of speech গ্রামার শেখার প্রথম ধাপ। Parts of speech শিখতে পারলে ইংরেজি গ্রামারের প্রায় ৫০% শেখা হয়ে যায়। তাই Parts of speech সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আর Parts of speech বুঝতে পারার অর্থ word এর nature বা প্রকৃতি সম্পর্কে জ্ঞান। 

Parts of Speech কাকে বলে?

Part- অর্থ ‘অংশ’ আর Speech- এর অর্থ হলো’ বাক্য’। সুতরাং বলা যায়, Parts of Speech- এর  অর্থ ’পদ’ বা ’বাক্যাংশ’।

অতএব, Sentence- এ ব্যবহৃত প্রত্যেকটি Word কে এক একটি Part of Speech বলে ।

'water' শুধু মাএ একটি word কোন parts of speech নয়। কারণ water কোন sentence এ ব্যবহার করা হয়নি।

কিন্তু ' I water the Plant. ' বাক্যে 'water' parts of speech এবং verb। 

আবার একই word ভিন্ন ভিন্ন 'sentence' এ ব্যবহারের কারণে ভিন্ন ভিন্ন parts of speech এর মতো আচরণ করতে পারে।

 যেমনঃ

I water the Plant. 

I sweem in the water.

It is a water pot.

Parts of speech কত প্রকার ও কী কী? 

ইংরেজিতে Parts of Speech আট প্রকার:

Noun(বিশেষ্য)

Pronoun(সর্বনাম)

Adjective(বিশেষণ)

Verb (ক্রিয়া)

Adverb(ভাব বিশেষণ)

Preposition(পদান্বয়ী অব্যয়)

Conjunction(সমুচ্চয়ী অব্যয়)

Interjection(আবেগসূচক অব্যয়)।

Noun

যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোন কিছুর সমষ্টি,অবস্থা বা গুণের নাম বুঝায় তাকে Noun বলে ।

যেমন: Rahim sings sweetly. Tajmahal is a wonder of the world. Gold is valuable. The Cow is useful.

Pronoun

যে word কোন Noun-এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Pronoun বলে ।

যেমন: Rafiq reads in class ix. He is a good student.

Adjective

যে word কোন Noun বা Pronoun-এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে । যেমন: kamal is a good boy. He is an honest man. There is much water in the pond. He is a rich man.

Verb

যে সব Word দ্বারা কোন কাজ করা বুঝায় তাদেরকে Verb বলে । যেমন হওয়া যাওয়া করা খাওয়া ইত্যাদি। ইংরেজি ভাষায় verb একটি বিশেষ ভূমিকা পালন করে থ তাই Verb-কে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ । আর তাই Verb ছাড়া ইংরেজিতে কোন Sentence হয় না । যেমন: I eat rice.

Adverb

যে সকল Word verb-কে modify করে অর্থাৎ verb-এর কাজটি কেমন করে, কখন, কোথায় কিভাবে সম্পন্ন হয় তা নির্দেশ করে তাকে Adverb বলে ।

Note: তবে Adverb, Noun ও Pronoun ছাড়া অন্য সব Parts of Speech কে modify করতে পারে । 

যেমন: 

Rahaman is very intelligent (modify adjective). 

Zasica is walking slowly (modify verb). Thank you very much (modify Adverb).

Parts Of Speech কাকে বলে এবং কোন Parts Of Speech গুলো বেশি গুরুত্বপূর্ণ

Preposition 

Pre-শব্দের অর্থ পূর্বে এবং Position অর্থ অবস্থান ।  অতএব যে Word Noun বা Pronoun এর আগে বসে Sentence-এর অন্তর্গত অন্য word এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে । যেমন: The book is on the table.

Preposition-এর পরে যে Noun বা Pronoun (বস্তুত noun phrase) বসে তাকে Preposition-এর Object বলে ।Preposition ও তার Object-কে একত্রে Prepositional Phrase বলে ।এখানে in a tall tree একটি Prepositional Phrase. আট প্রকার Parts of Speech এর মধ্যে Preposition এর ব্যবহার অধিক গুরুত্বপূর্ণ। পরবর্তী পাঠে Preposition নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

Conjunction

‘Con’ মানে ’একত্র’ এবং Junction মানে ’সংযোগ’। সুতরাং ‘Conjunction’ – এর অর্থ হলো ’একত্র সংযোগ’।

তাহলে বলা যায়, Conjunction হলো সেই শব্দ যা একাধিক শ্বদ বা বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়।

কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করা যাক-

Rahim and Karim are good friends. Kabir is a boy but Nasrin is a girl. Read more or you will faill in the exam. She is not only beautiful but also intelligent. I do not know whether he will come or not. She talks as if she were mad.

প্রথম বাক্যে- and শব্দটি Rahim ও Karim- এই শব্দ দুটিকে সংযুক্ত করেছে। দ্বিতীয় বাক্যে but শব্দটি   Kabir is a boy ও Nasrin is a girl- এই বাক্য দুটিকে সংযুক্ত করেছে। আবার তৃতীয় বাক্যে or শব্দটি Read more ও You will faill in the exam এই Sentence দুটিকে সংযুক্ত করেছে। সুতরাং বলা যায়, ‍and, but, or এই শব্দগুলোই হলো Conjunction.

Interjection 


মনের তীব্র আকস্মিক ভাব প্রকাশ করে- Hurrah! Alas! Ah! Bravo!Sentence থেকে আলাদা করলেও মূল sentence এর কোনো change আসে না।

– Hurrah! We have won the match

– Alas! The man is no more

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ইংরেজি শেখা কিভাবে শুরু করব | ইংরেজি শেখার সহজ উপায়

ইংরেজি গ্রামার শেখার ১০টি সহজ উপায় | কিভাবে ইংরেজি শিখবো?

A Comprehensive Guide to Nouns and Their Classification